. # 'কবিতা দিবস-২০২৪' #
(কবিতা)
তুমি তো আপন করে নিয়েছ কবিকে
তোমার সুন্দর নামের সাথে... কবি-তা
কবিকুল আর তুমি তো হরিহর আত্মা!
সারা বছর ধরে চলে দেওয়া-নেওয়া...
আজ কবিতা দিবসে, বরং ফিরুক তারা
খুব কম সময় দেয় কবিতার জন্য, যারা।
ছন্দ-ময়তা, সব কবিতার প্রাণ ভোমরা
ছন্দময় ধরার সবকিছু, তাঁর হাতে গড়া।
হৃদপিণ্ড চলে অবিরত, নিয়ে আপন ছন্দ
ছন্দপতনে...মুহূর্তে অন্ধকার বিশ্বব্রহ্মাণ্ড।
একবিংশ শতাব্দীর চব্বিশতম সালে....
সর্বত্র ছন্দ পতনে, নৈরাজ্যের গ্রাসে বাংলা
কবিতা অপাংক্তেয়! সুক্ষ্ম অনুভূতির খরা।
আসুক ফিরে, প্রায় বিষ্মৃত কবিতার যৌবন
উনবিংশ-বিংশ শতাব্দীর বিশ্বে ছিল যেমন!
প্রেমের বন্যায় বন্ধ হোক্ যত সব অধঃপতন
কবিতা এসো, জড়িয়ে থাকি আগের মতন।
***************************
সুব্রত ভৌমিক ২১-০৩-২০২৪ কোল-৭৫
আজ আন্তর্জাতিক কবিতা দিবস।
****************************