. 'কবিগুরু প্রণাম তিরধানে'
(কবিতা)
তাঁর..."শ্যাম সমান" মরণ নিল গেল তাঁকে
অমৃত-পথে, তিরাশি বছর আগের এই দিনে,
অশ্রুজলে, যে শোক-নদী জন্মে ছিল সেদিন !
জোয়ার আসে এখনো প্রতিবার ২২শে শ্রাবণে।
মৃত্যু কোন দিন করতে পারেনি তাঁকে ভীত
ছিল সারা জীবন, তাঁর স্বজন-হারানো-ব্যথা
মৃত্যুকে ভৃত্য করে, ছিলেন কাব্য সৃষ্টিতে মগ্ন
সেই অমর সাহিত্যে গাঁথা, তাঁর জীবন গাথা।
অশরীরে আজও তিনি বিরাজমান সর্বক্ষণে
সুখে-দু:খে, শোকে-উৎসবে, সজনে-বিজনে,
সর্বজনের সর্বক্ষণের সাথী! শয়নে স্বপনে
শতবর্ষ পরেও থাকবেন হৃদয় মাঝে সমানে।
চেয়ে ছিলেন হতে বিলিন শান্তিনিকেতনে -
ছায়া ঘন ছাতিম ছায়ায় আর শালের বনে-
আনাম্বরে নিঃশব্দে... হয়নি সে সাধ পূরণ
লক্ষ লোকের ধ্বনি মুখরিত ছিল শেষ যাত্রা
ক্ষমা চেয়ে আঁকড়ে ধরি তাই তাঁর শ্রীচরণ।
প্রার্থনা করি, চুরাশিতম তিরধান দিবসে তাঁর
হে মহামানব আসূন পোড়া বাংলায় "আরবার"
কলুষ মুক্ত হোক আপনার আগমনে চারধার
রইলো সশ্রদ্ধ প্রণাম তব শ্রীচরণে, হাজার বার।
********🙏********
✍️সূত্রে ভৌমিক...২২শে শ্রাবণ...কোল-৭5