. # 'কবি নজরুল স্মরণ-২০২৪'#
(কবিতা)
'তাল-তলার' গলিতে লেখা সেই 'কবিতা-বোমা'
মেস বাড়ির ঘরে সাধারণ সাজ,
বাইশ বছরের দামাল যুবক ছিল তার করিগর
প্রকাশেই ! বিবশ বৃটিশরাজ।
বিদ্রোহী কবিতা পৃথিবীর বহু দেশে হয়েছে লেখা,
কিন্তু এ কবিতার যে দোসর নাই!
'ক্লাস' আর 'মাস', পড়ছে সমানে একশ বছর ধরে
হচ্ছে রক্ত-গরম ! একই রকম ভাই।
তেইশ বছরে গদ্যছাড়া, গানের সংখ্যা চার হাজার
প্রতি মাসে পনের-টা গান সৃষ্টি!
তাই, তাঁকে বলা যায় সাহিত্যা'কাশে...'ভলকানো'
অবিরাম করেছেন সাহিত্য-বৃষ্টি।
মন্দির-মসজিত থেকে...ছিল তাঁর সমান দূরত্ব
জাত-পাত-বিভেদ ছিল চক্ষুবিষ!
চেয়েছিলেন 'আজান' আর 'শঙ্খধ্বনি' মিলে যাক্
ভারত হয়ে উঠুক, নতুন আশীষ।
স্বাধীনতার জন্য নিঃস্বার্থ ভাবে লড়লেন চিরকাল
কিন্তু স্বাস্থ্য তাঁকে দিল না সাথ,
গুরুতর অসুস্থ হয়ে অসাড় হয়ে রইলেন আমৃত্যু
মিটলো না তাঁর জীবনের সাধ।
দারিদ্রের মধ্যেও বিকিয়ে দেননি আত্মোপলব্ধি
করেছেন, বহু কারাবাস বরণ!
তবুও, অনেক ভারতবাসী করেছে তাঁকে কটুক্তি
বিপদে সাথ দেয়নি, বন্ধুজন।
দয়াকরে ক্ষমা করুন বিকেকহীনদের...নিজগুণে,
হে দেশপ্রেমী মহান কবি,
২০২৪-খ্রিস্টাব্দে, একশ-ছাব্বিশ তম জন্মদিনে
রইল বিনম্র শ্রদ্ধা তব শ্রীচরণে।
****************************
সুব্রত ভৌমিক ২৫/০৫/২০২৪ কোল-৭৫
****************************