.         'জয়তু নেতাজী-২০২৫'
        
                         ✍️সুব্রত ভৌমিক
                           ২৩-০১-২০২5
                            কোলকাতা-৭৫
    
নেতাজী-কে, একান্ত আপনজন বলা কি -
              ভারত-বাসীর সাজে ?
কি দিয়েছে নিজের দেশ তাঁকে রণক্ষেত্রে ?
            দাঁড়ায়নি তো তাঁর পাশে!

বেশ কয়েক জন... চতুর তদানীন্তন নেতা
          করেছিল তাঁকে দেশ ছাড়া
আপন স্বার্থ, কৌশলে করেছিল চরিতার্থ
         দেশ হয়েছে কালিমা-লিপ্ত।
          
রক্ত দিলে... স্বাধীনতা এনে দেবেন দেশের
           এই ছিল তাঁর দৃঢ় অঙ্গিকার
'মনিপুর'-কে স্বাধীন করে, ছিলেন অপেক্ষায়
        যদি দেশবাসী, যুদ্ধে ঝাঁপায়।

তাঁর আশা, কোনভাবেই পায়নি সে পূর্ণতা
      অভাবে হয়েছিল করুণ দশা!
সামান্য সাহায্যের হাত বাড়ায়নি দেশবাসী
       বাড়ালে! সব মুখে ফুটতো হাসি।

'ঋষি-সৈনিক', তাঁর ছিলো না চাওয়া-পাওয়া
         শুধু দেশের শৃঙ্খল-মুক্তি ছাড়া,
চরণাশ্রিত হয়ে, জন্মদিনে সবাই চাইছে ক্ষমা
          হে মহান্ ! দেখান দশে-দিশা।

              --------------x-------------