# "'হল্লা চলেছে যুদ্ধে" #
     (কবিতা)

প্রায় সবাই...
নিজেকে খুব জ্ঞানী বলে মানি,
বলুন তো, কতটুকুই বা জানি !!
অপ্রয়োজনে ধ্বংস করি প্রকৃতি
ঠিক যেন..."কালিদাস কাহিনী"।

পড়শীর সব সুখ-সমৃদ্ধি অসহ্য !!
নিজেকেই, কেউ করে না শাসন
আরো !! আরো চাই ধন-সম্পত্তি
প্রতিবেশীকে করে সে আক্রমণ।

মানুষের গন্ডী ছাড়িয়ে বর্তমানে-
এ বিদ্বেষ দেশে দেশে পরিব্যাপ্ত।
আসছে নাকি পারমাণবিক যুদ্ধ !!
আবারও "নাগাসাকি হিরোশিমা"!!
সে বীভৎসতা কি এড়ান যায়না ??

চেতনায় নাকি সবাই অতি উন্নত !!
কবে থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
নেতারা যদি আনতে পারেন শান্তি
সব দেশ শ্রদ্ধায়, করবে মাথানত।
*********************
সুব্রত ভৌমিক ২/৯/২০২২ কোল-৭৫
*********************