. 'হালে আগমনী'
(কবিতা)
আগমনীর সুর... আজ সেভাবে বাজায় না-
হৃদয়-তন্ত্রে বীণ
জীবন-সুর হয়েছে যেন বেসুরো...তালকাটা !
জীবন-ধারা, ক্ষীণ।
এসেছে প্রকৃতি আগের মত সাজিয়ে পসরা,
এসেছে সব সাদা ফুলেরা
রং মিলিয়ে ভাসছে শারদাকাশে টুকরো মেঘ
আসেনি শুধু আনন্দধারা।
ছিলনা এত বৈভব, চোখ ধাঁধানো সব সজ্জা,
বড়াই পেতে প্রতিয়োগিতা,
পুজো মনে হয়, এখন পাড়ায় পাড়ায় লড়াই!
প্রায় হারিয়ে গেছে হৃদ্যতা।
ফি-বছর পুজোয় চাই নুতন জুতো-জামা-কাপড়
ছিল পুজোর আবদার
সামান্য হলেও সামর্থ্য ছিল প্রায় সব গরীব বাবার
এখন ! দিকে দিকে হাহাকার।
তারুণ্য হারিয়ে এ কি আমার বার্ধক্যের মতিভ্রম!
হবে, হয়তো বা তাই-ই
যে যা বলে বলুক গে... তবে খাঁটি কথা এটাই
সেই আগমনী-মাদকতা নাই।
****************************
সুব্রত ভৌমিক ১৬-১০-২০২৩ কোল-৭৫
****************************