. # ' গুরু পূর্ণিমা-২০২৩' #
(কবিতা)
বর্ষা কাল...আজ জুলাই মাসের ঠিক তারিখ তিন
দু'হাজার তেইশ সাল,
আজ গুরু পূর্ণিমা, বছরের অতি পবিত্র একটি দিন।
মহর্ষি বেদব্যাস জন্মেছিলেন আজ এই বিশেষ দিনে
পরাশর মুনির পুত্র হয়ে,
বেদ সংকলন ও মহাভারত রচনা... তাঁরই কলমে।
আদি আধ্যাত্মিক গুরু বলতে, আমরা তাঁকেই বুঝি
গীতা-ধর্মগ্ৰন্থ তাঁরই অবদান,
ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, আজও সবাই বসে শুনি।
নিঃস্বার্থ শিক্ষা গুরুরা, শিক্ষা দিতেন গীতার "কর্মযোগে"
তাঁরা কিছু আছেন হয়তো,
সেই শিক্ষায় ভারতবাসী...দাপিয়ে বেড়াচ্ছে বিশ্ব জুড়ে।
পরিবারে গুরুজনদের শিক্ষায়, শিশু বেড়ে ওঠে জ্ঞানে
পিতা-মাতার অক্লান্ত পরিশ্রমে,
গুরু পূর্ণিমার পূণ্য লগ্নে, মাথা নত হোক্ সবার চরণে।
*******************************
সুব্রত ভৌমিক ০৩-০৭-২০২৩ কোল-৭৫ গুরু পূর্ণিমা।
*******************************