# 'গিন্নি-কড়চা' #
(ছড়া)
বোঝা গিন্নির মেজাজ !!
নয় সে সহজ কাজ।
সাথে দিতে হলে সবে তাল !!
কাছা খুলে হবে গোলমাল।
বোধহয়, তাদের সবার ধারণা !!
মনের মত স্বামী কারো হয় না।
রাখলে করে তোলা-তোলা !!
ঘ্যানঘ্যেনিয়ে করবে পাগলা।
করতে হলে রোজ রান্নাবাটি !!
শোনাবে কথা, করবে কান্নাকাটি।
জীবনে শান্তি তাদের হবে কিসে?
পারবেনা বলতে তারাও মিলেমিশে।
থাকতেই হবে হ্যাঁ-তে-হ্যাঁ মিলিয়ে
বেমিল হলে !! হবেই অশান্তি গৃহে।
কেন তাদের এমনি গিন্নীপনা !!
ভগবানেরও বোধহয় তা অজানা।
এ আমার চার পাশের অভিগ্গতা
ভিন্ন হলে !! তখন সে অন্য কথা।
*********************************
সুব্রত ভৌমিক ০৬০৫২০২১ ২৪১১২০২১ কোল-৭৫
*********************************