. # 'ঘনঘোর-বরষা' #
(কবিতা)
. ঘনঘোর -বরষায়
আজও কেন মনের মাঝেতে ডাকে বান?
সুদূর অতীত কেন স্মৃতিতে ধেয়ে আসে?
অনন্দ ঢেউ কেন ভরে দিয়ে যায় মনপ্রাণ?
জানেন ভগবান।
প্রকৃতির সজলতা
মননের গহনে ধেয়ে গিয়ে কি পাতে ঠাঁই ?
কঠিন বর্তমান কি তবে সময়িক পায় ছাড়া?
ঘনবৃষ্টি কি বয়ে আনে অবসরের অবকাশ?
হয়তো বা তাই।
ফেরে কৈশোর,
অর্ধশতাব্দী পরও কানে বাজে পরিস্কার
'রেইনি-ডে' তে স্কুলে, জোরে ছুটির ঘন্টা,
তারপর !! বন্ধুর সাথে জলে ভিজে খেলা
ছুটে বাড়ি ফিরেই পাড়ার সেই কাদামাঠে
কাঁচা বাতাবি লেবু পেড়ে নিয়ে বল খেলা
কাদা মেখে মেখে ভূতের মত হয়ে যাওয়া
নদীতে স্নান করে ফিরে 'মা'র বকা খাওয়া।
ছিল কত কি ভালোলাগা !!
যায় না ভোলা কিছুতেই বিছানায় সে মূহুর্ত
টিনের চালে অবিরাম, বৃষ্টির ঝম্ ঝম্ শব্দ
কখনো বেশি হয়, কখনো কমে...অনবদ্য।
স্মৃতিগুলো যেন পদ্য।
. যৌবন ভরা ব্যস্ততার।
গজ্ঞের প্রকৃতির কোল বাধ্যহয়ে ছেড়ে আসা
কংক্রিটের জঙ্গলে এসে হারাল সব ভালবাসা,
শহরে ভাবায়...বর্ষায় সবার হাজারো সমস্যা
তবুও ফিরে আসে কলেজ হোস্টেল জীবনের-
বর্ষার টুকরো মূহুর্ত মাঝে মাঝে...ভাসাভাসা।
আজ আবার ঘন-বরষা।
***************************
সুব্রত ভৌমিক ১৩-০৯-২০২২ কোল-৭৫
***************************