. # 'ফুল' #
গোলাপ ফুল হল প্রেমের প্রতীক
থাকে হৃদয়-মাঝে
মা-কালীর আশীর্বাদি ফুল, জবা
থাকে জীবন জুড়ে।
শিউলি ফুল বয়ে আনে মহামায়ার-
আগমনী বার্তা
আনন্দেতে মেতে ওঠে দেহ ও মন
আসে স্নিগ্ধতা।
বসন্তে, বনকে সাজায় পলাশ ফুল
এনে রংয়ের হুল্লোড়
অপরূপ সাজেতে সেজে বনানী হয়-
আনন্দেতে মুখোড়।
ফুলের সুগন্ধিতে পবিত্র হয় পরিবেশ
দেয় ফল, অমৃত মধু
বিধাতার অনন্য সৃষ্টি, অগনিত ফুল
প্রকৃতিতে আনে যাদু।
ফুল-সাম্রাজ্যে আছে প্রাণ, আছে আনন্দ
নেই মারামারি-অশান্তি
যদি...এমনি প্রেম থাকত মানুষে মানুষে!
তবে, স্বর্গ হোত পৃথিবী।
*************************
সুব্রত ভৌমিক ১৩০৬২০২৩ কোল-৭৫
*************************