.  'ইন্জিনিয়ারস ডে - ২০২৪'

                     ✍️সুব্রত ভৌমিক
                      ১৫-০৯-২০২৪ (কোল-৭৫)


.    দেশ যখন পাপে ভরে
তখন 'পোয়াবারো' উকিলের
      দেশে হলে মহামারী
তখন রমরমা সব ডাক্তারের।

      উন্নতি হলে দেশময়
ইঞ্জিনিয়ারদের আসে সুসময়,
      তাই তারা থাকে খুশি -
আমজনতার মুখে দেখে হাসি।

বগলে ফাইল, হন্তদন্ত হয়ে যায় কে ?
      উকিল বাবু আবার কে।
ডাক্তার বাবু হসপিটালে রোজ যায়
      স্টেথোস্কোপ রেখে গলায়।
ইঞ্জিনিয়ারদের লাগে না কোন চিহ্ন
       মনে সব থাকে সাজানো।

২০২৪ সালের লক্ষ্য, দীর্ঘস্থায়ী ভবিষ্যত
        সুন্দরতর জীবনের জন্য
মানুষ ও পশু-পাখী যেন থাকে সুখে
        যা এখন সবারই কাম্য।

আজ ইন্জিনিয়ারস-ডে ভারতবর্ষে    
   জন্মদিন ৺এম বিশ্বেশ্বরাইয়ার
প্রথম ভারতরত্নে ভূষিত ইন্জিনিয়ার
     রইলো তাঁকে প্রনাম আমার।

              ****** X ******