.        'দূর্গাপুজো -২০২৪'

                    ✍️সুব্রত ভৌমিক
                         ১০-১০-২০২৪
                        কোলকাতা-৭৫
                                          
২০২৪ সাল... ভরা ডামাডোলে        
লোভ-লালসার শিকার, 'অভয়া'
বিচার চেয়ে, চলছে আন্দোলন
এরই মাঝে এসেছেন...'মা-দূর্গা'।

এবার পাল্টে গেছে পুজো-নির্ঘন্ট
রাতে বা ভোরে চলছে আরাধনা,
অন্য দিকে প্রতিবাদের বিশৃঙ্খলা!
চেনা শহরটা বড়ই আজ অচেনা।

অতি দুঃখের বাতাবরণের মাঝে -
পুজো-জৌলুস কোথাও বা তুঙ্গে,
আনন্দ না অশ্রু...কি নেবে জনতা?
ভেবে, সংসার-শান্তি যাচ্ছে ভেঙে।

'আঠারোর'...প্রতিবাদের দাপটে -
নূতন যুগের আভাস পাচ্ছে দেশ,
দুর্নীতি ও দাপটের ভয়াবহ থাবা -
বোধহয় বাংলায় হয়ে যাবে শেষ।

মানুষের ঢলে, পুজো পরিক্রমায়-
উঠছে 'অভয়া'-র বিচারের দাবি,
ভীত সন্ত্রস্ত শাসকের পেয়াদা সব
পুরছে তাদের গরাদে, রাতারাতি!

'আঠারো-আশি' হাঁটছে পাশাপাশি
মিলেমিশে তাঁরা  সমাজ সংস্কারক,
পরের প্রজন্ম মনে রাখবেই তাঁদের  
তাঁরাই সুষ্ঠ সমাজের, ধারক-বাহক।

      ****** X ******