# 'দৃষ্টিভঙ্গি' #
(কবিতা )
আনন্দ বা দুঃখ সদাই--
বহমান জীবনকে জড়ায়,
দৃষ্টিভঙ্গির তারতম্যে
বস্তুর অনুভূতি পাল্টায়।
'স্কাইস্কাপার', সুন্দর 'ক্যাম্পাস'
প্রায় সবার মন কেড়ে নেয়,
পাশেই জীর্ণ বস্তির উপস্থিতি
কারো মনকে, বিষন্ন করে দেয়।
উথাল-পাথাল সাগরের ঢেউ
আনন্দে চমকে মনকে নাচায়,
ঢেউয়ের পাশেই অতল খাদ !!
অনেককেই আতংকিত করে দেয়।
শতাব্দী বা তারও আগে....
মনভোলানো 'রায়বাহাদুর-ভবন'
ছিল ইংরেজ তোষণের উদাহরণ,
ইতিহাস জেনে মন খারাপ হয়--
অত্যাচারিত সব গরীব প্রজার
রক্তে-রাঙা ছিল, গৃহের অলংকরণ।
এখন প্রায় অবলুপ্ত সেই সব প্রাসাদ
ধ্বংসস্তূপে উঁকি দেয় অক্ষত "লালমেঝে"
তার সৌন্দর্যে মহিত হয় কিছু লোক,
আর সেই সময়ের হতভাগ্য প্রজারা
ফিরে ফিরে আসে, কারো স্মৃতির মাঝে।
অসময়ের বৃষ্টি, কারো লাগে বেশ !!
আবার অনেকে ভাবতে বসে
কি ক্ষতিটাই না হবে গরীব চাষীর !!
কষ্টের ফসল তার নষ্ট হয়ে যাবে।
আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি...
নিজেকে স্বার্থপর করে তোলে,
উদার দৃষ্টিভঙ্গি...
আত্মার প্রসারতা বাড়িয়ে চলে।
*****************************
সুব্রত ভৌমিক ২৭-১০-২০২১ কোল-৭৫
*****************************