.                      'দোল কথা'

বলতে পারেন দোলে কেন সবাই দেহে মাখে রং?
সাদা-কালো, উচ্চ-নীচ ঢাকতে সবাই সাজে সঙ।

বলতে পারেন কখন থেকে শুরু হয়ে ছিল এই প্রথা?
মা যশোদা ও নন্দলালা উপখ্যানে আছে ওই গাথা।

বলতে পারেন একই উৎসব কি হোলি আর দোল ?
বর্হিরঙ্গে সাদৃশ্য থাকলেও, কারণে বিস্তর গন্ডগোল।

বলতে পারেন নিঃস্বার্থ প্রেম কোথায় ধরেছিল কায়া?
এক দোল পূর্ণিমায় মহাপ্রভুর আবির্ভাবে, ধন্য নদিয়া।

জানেন শ্রীগৌরাঙ্গের প্রেমের জোয়ার কি করেছিল বঙ্গে?
হিন্দু ধর্ম রক্ষা হয়েছিল অনেকটাই, ধর্মান্তরিত না হয়ে।

জানেন বসন্ত ঋতুর আহ্বান শুরু ও শেষ হয় কোথায়?
মাঘ মাসে বসন্ত পঞ্চমীতে আরম্ভ হয়ে শেষ দোলযাত্রায়।

জানেন কি ঋতুচক্রের শেষ উৎসবের নাম 'দোল' বাংলায়
এরপর প্রতীক্ষা শুরু হয় উৎসবের, সয়ে দুর্যোগ বিপর্যয়।

পালিত হয় বহু উৎসব বাংলায় না বুঝে তার তাৎপর্য
আমার মনে হয়, জেনে বুঝে করলে বাড়ে তার মাধুর্য।

*******************************
সুব্রত ভৌমিক  ০৭-০৩-২০২৩  কোল-৭৫
*******************************