. # 'ড.শ্যামাপ্রসাদ মুখার্জী স্মরণে' #
(কবিতা)
বাংলার মাটিতে...প্রায় সব নাগরিকের আর্জি
জন্মনিন বারবার এখানে
দেশের ও দশের গর্ব...ড.শ্যামাপ্রসাদ মুখার্জী।
হননি ছোট কোনদিন ! অর্থ বা পদের লোভে,
তাঁর অকাল প্রয়াণে-
দূর্ভাগ্য জেঁকে বসে, খন্ডিত অভাগা ভারতবর্ষে।
অখন্ড স্বাধীন দেশের চাহিদা ছিল তাঁর যথার্থ
যদি বাস্তবে তাই হোত !
বদ্ ইংরেজদের সব ষড়যন্ত্র, হয়ে যেত ব্যার্থ।
রাজনীতির অঙ্গনে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র
যোগ্য পিতার যোগ্য পুত্র
বেঁচে থাকলে, অন্য মাত্রায় পৌঁছুত ভারতবর্ষ।
জুলাইয়ের ছয় তারিখ আজ, ২০২৩ খ্রিস্টাব্দ
একশ তেইশতম জন্মদিনে-
বাংলার সুপুত্রের পায়ে রইল...বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
**************************
সুব্রত ভৌমিক ০৬-০৭-২০২৩ কোল-৭৫
***************************