# দুধের মন #
(কবিতা)
দুঃখে...দুধের চোখ করে ছলছল
ভাবে আর ভাবে
কেন হতে পারেনা সে আলাদা ?
যখন গোয়ালা মেশায় সাথে জল !!
কতই না গালমন্দ করে লোকে
'ভেজাল' বলে দেয় মর্মবেদনা !!
ভাবে পায়না, কি করলে দূর হবে--
তার জীবনের এই কঠিন যন্ত্রণা।
একদিন পেল সে হটাৎ দিশা !!
ঠিক হল...হয়ে যাবে সে 'মাখন',
জল হবে তখন একদম জব্দ
পারবেনা করতে মিশে জ্বালাতন।
স্বাতন্ত্রতা বজায় রাখতে ধরায়
হতে হবে সবে, 'মাখন' যেমন !
যা সম্ভব...সাত্ত্বিক জীবন ধারায়।
********************
সুব্রত ভৌমিক ১১/১০/২০২১