. 'কলেজ স্মৃতি'
✍️সুব্রত ভৌমিক
১৯-০১-২০২৫
কোল-৭৫
দ্বিতীয় হুগলী সেতু পেরিয়ে, হুঁসকরে-
অন্য পথে পৌঁছে গেলাম বিক্বলেজে,
ট্যাক্সি পৌঁছাল সকাল বেলা নিমেষে
ভালোই হলো অতি দ্রুত পথ পেরিয়ে।
কিন্তু .......
মনকে টানছিল বহু পুরোনো সেই পথ
ও হৃদয় জুড়ে থাকা ৫৫-নম্বর বাস-রথ,
তাকে নিয়ে স্মৃতি-উজ্জ্বল যৌবন-গাথা
ষাট বছর পরিয়েও! আছে মনে গাঁথা।
কলেজ-GT শেষে, এক অজানা টানে
বেড়িয়ে পড়লাম হারান পথের সন্ধানে,
জানলাম! উঠেই গেছে সেই চেনা বাস
মূহুর্তে বিষন্নতা...মনটাকে করল গ্রাস।
ব্যস্ত শালিমার রেল-গেট...হয়েছে বাধা
সরাসরি হাওড়া-কলেজ যায় না যাওয়া।
দু'ধারের 'টোটো-রিক্সা' নিয়েছে সে ভার-
দ্রুত বিগার্ডেন-হাওড়াকে জুড়ে দেবার।
তাই সই ! নিলাম সেই দুর্গম পথ-যাত্রা
লক্ষ লক্ষের ভিড়ে মিশে গেলাম একা,
তখন...সব সবে সন্ধ্যা ঘনিয়ে আসছে
আলো-ছায়ায় মধুর স্মৃতি সব ভাসছে।
দেখি ! 'ঝর্ণা-সিনেমা' পূরোপুরি উধাও
সেথায় এক বিশাল কংক্রিটের জঙ্গল,
গিজগিজে বিভিন্ন ধরনের সব দোকান
'বঙ্গবাসী-সিনেমা' হয়েছে বিশাল 'মল'।
হাওড়া ময়দানে, গেলাম হারিয়ে ভিড়ে
মনে হচ্ছিল...পড়েছি অন্য গ্ৰহে এসে!
কোথায় হারালো অনুপম সে দিনগুলো
ফিরে আসুক তারা দ্রুত...আবার হেসে।
---------x---------