.      'কলেজ-হারা'

               ✍️সুব্রত ভৌমিক
                  ২১-০১-২০২৫
                        কোল-৭৫

অসাধারণ সুন্দর 'মাকাল-ফল'  
কিন্তু অন্তরে অন্তরে! সার শূন্য,
হালে, IIEST-র যেন একই দশা
সুন্দর সামনে...ভেতরে জঘন্য।

বারো নম্বর হোস্টেলে ছিলাম
যখন ভর্তি-হই ষাট সাল আগে,
খুঁজতে গিয়ে দেখি সে হয়েছে -
আবাসন, সব স্টাফেরা থাকে।

হেরিটেজ হোস্টেল ডাউনিং-টা
পরিত্যক্ত, অযত্নে আগাছা পূর্ণ
অথচ কি চঞ্চল ছিল পরিবেশ!
এখন কার অভিশাপে সে মৃত?

নতুন নতুন অনেক বাড়ি হয়েছে
ভবিষ্যতেও হয়তো হবে আরো,
পুরাতন বলে কিছুই থাকবে না?
বিস্মৃতিই কি শুধু পাবে প্রাধান্য?

বিশ্বজুড়ে খ্যাতি এনে দিল যারা
তারা প্রায় আজ বাতিলের দলে!
যে কয়টি টিঁকে আছে অনাদরে
তাদের, ভগবান যেন রক্ষা করে।

সেই আবাসিক বিক্কলেজ নেই
কোন ক্রমে টিঁকে...তার কঙ্কাল
হয়তোবা.....
বৃদ্ধ বলে বঞ্চিত, বাঁচার রসদে
যা বর্তমান সমাজের হালচাল।

         ----------x---------