# ছোট ছোট কবিতা' #-(৬) রুবাইয়াৎ ছন্দে
*****************************
# 'মুক্তি' #
নদী অবশেষে, সাগরে এসে হারায় নিজের সত্তা
মৃত্যুই মুক্তি, দেয় "নিজ নিকেতনে" ফেরার বার্তা।
বিষয় আশায় হারানোর আতঙ্কে জনতা জড়সড় !!
তাঁর কোলে সগর্বে ফেরাই, এ জীবনের মূল কথা।
****************************
# 'আসক্তি' #
ত্যাগের পথে ভোগ করা...আনে পরম তৃপ্তি
অসীম ভোগ লালসা ! ঘটায় জীবনে বিপত্তি।
জীবনের মূল উদ্দেশ্য তখন, প্রায় যায় হারিয়ে
জীবন সুন্দরতর হয়ে ওঠে...ঘাটিয়ে আসক্তি।
****************************
# 'ভক্তি' #
হীনমন্যতা ও স্বার্থপরতা হল একই মূদ্রার দুই দিক
জীবনের কর্মকাণ্ডে, নিরাসক্ত চলার পথই সঠিক।
ক্ষনিকের মানব জীবনে ! মূল্যহীন হিসেব নিকেশ
ভক্তি ও ভালবাসাই পারে ভরাতে আনন্দ, চতু্র্দিক।
*****************************
সুব্রত ভৌমিক ২২-০৮-২০২২ কোলকাতা-৭৫
*****************************