# 'ছোট ছোট কবিতা' #-৮ রুবাইয়াৎ ছন্দে
******************************
'জী-বন'
মনে হয়, পথ হারাবো বলেই এবার জন্ম নিয়েছি
'জী-বন' বনে ঢুকে, আবার পথ হারিয়ে ফেলেছি।
মায়াজাল ছিন্ন করে 'শ্রেয়া'-পথ ধরা, খুবই কঠিন
লক্ষ-যোনি পেরিয়ে...তবেই মানুষ হয়ে জন্মেছি।
******************************
'সুখ-দুখ'
দুঃখ জীবনের সাথী, মাঝে মাঝে সুখ আসে যায়,
দুঃখ বেশি আছে বলেই, ক্ষণিক সুখের কদর হয়।
সুখী হতে হলে তাই দুঃখের মধ্যেই সুখ খুঁজতে হবে
দুঃখ জয়ে অপার আনন্দ! তাঁর আশীর্বাদ সাথে রয়।
******************************
'ওঠা-পড়া'
সাগরের ঢেউয়ের মত, জীবনে ঐ ওঠা আর পড়া
একই ভাবে জীবন যায় না ! এ ভাবেই জীবন গড়া।
শুধুই সুখ বা শুধুই দুঃখ হলে, জীবন হয় একঘেয়ে
তাই...কিছু নোনা, কিছু মিষ্টি, অন্তে ফুলের তোড়া।
******************************
সুব্রত ভৌমিক ১০-০৯-২০২২ কোলকাতা-৭৫
******************************