. # 'চপ-মুড়ি-চাকরি' #
(ছড়া)
হকের চাকরি চেয়ে, কেন করছিস ভাই বাজার গরম!
জেনে দেখ...মুড়ির চেয়ে মুড়কির চহিদা অনেক কম।
দরকারই পড়ে না টিচার অনেকের, প্রায় সারা জীবনে!
ভেক্ জনসেবক হয়ে ! তেনাদের জীবন সুখের কাননে।
সৎভাবে চাকরি পেতে গেলে, পাশের কোন মূল্যই নেই
ফেল করেও অদৃশ্য যোগ্যতায় সফল আজ অনেকেই।
ঘুঘনি,তেলে ভাজা, চপ-মুড়ি....সাথে গরমা-গরম চা !
খুবই ভালো বাজার চলছে ! বেচে কোটিপতি বনে যা।
ভাগ্যের ফেরে যোগ্য যুবক, সংসারে জেরবার হোচ্ছে
কেউ ভাবে না কারো কথা ! আত্মিক-টান উঠে যাচ্ছে।
প্রেম-প্রীতি-ভালবাসা...এখন বিচার হয় কাঞ্চন মূল্যে
কলুষিত মনবৃত্তি-ই মূলে, মানবিকতা প্রায় গেছে ভুলে।
সত্যি হতে যাচ্ছে ! প্রাচীন গ্রীসের সেই ভবিষ্যত বাণী
গণতন্ত্রে বিদ্যান পাবে লজ্জা....মূর্খরা করবে মাস্তানি।
ছড়াতে, ছড়িয়ে গেলাম যত আছে মনের দুঃখ-কষ্ট,
কোন অপরাধে হয়ে যাচ্ছে এত ? অমানবিক অদৃষ্ট।
******************************
সুব্রত ভৌমিক ১২-১২-২০২২ কোলকাতা-৭৫
*******************************