.         # 'চন্দ্রযান-৩' #
               (ছড়া)

ভারতের আজ "রেড লেটার ডে"
চন্দ্রযান-৩, সদর্পে চাঁদে দাঁড়িয়ে।

সীমাহীন আজকের এই খুশী
গর্বিত, উল্লসিত ভারতবাসী।

মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষ
এক হয়ে, খুশিতে গেল ভেসে।

হাতে চাঁদ, সামনের লক্ষ্য সূর্য
বিশ্বের গর্ব, মোদের ভারতবর্ষ

'ইসরো'-কে... লাখো সেলাম
নূতন ভারত দেখতে পেলাম।

বিশ্বের ধনী দেশ...দেখে নিক-
প্রাচ্যের বিজ্ঞান কত 'ইউনিক'।

বজায় যদি থাকে এই ভালোবাসা
হানাহানি আর করবে না জনতা।

*********************
সুব্রত ভৌমিক ২৩০৮২০২৩ কোল-৭৫
**********************