. # 'চাকরি-বাকরি'#
(কবিতা)
হালে...বাড়ি আর অফিসের ব্যবধান
গেছে প্রায় ঘুচে
'অন-লাইনে' মুখ গুজে দিনরাত সব
বাঁদর নাচা নাচে।
বেসরকারি 'আই-টি-সেন্টার' গুলো
মর্জিমাফিক চলে
চাকরি জুগিয়ে, করে যায় দাদাগিরি
সরকার দুর্বল বলে।
মুনাফা বাড়াতে, কর্মীদের নাভিঃস্বাস!
দিন-রাত কম্পিউটারে
সরকারি চাকরিতে, শত সুযোগ-সুবিধা
পেনশন অবসরে।
'কৃত্রিম-মগজ', সামনে আনছে বিভীষিকা
সব কাজ করবে একা!
চাকরি-বাকরি থাকবে কিনা, কে জানে
লড়াই বাড়বে জীবনে।
স্বনির্ভরতা এখন দেখাতে পারে সমাজকে
নিয়োগে আশার আলো
প্রথম প্রথম, বড় কঠিন হবে সে পথে চলা
কিন্তু, ভবিষ্যৎ ভালো।
*************************
সুব্রত ভৌমিক ০৮১২২০২৩ কুচবিহার
*************************