. # '২৬শে জানুয়ারির শপথ-২০২৩' #
(কবিতা)
প্রখরতম সূর্য কিরণ পারেনি কোন দিনই
শুকিয়ে ফেলতে সাগর
হাজারো সমস্যা তাই পারেনা হারাতে দৃঢ়তা
যদি থাকে মনের জোর।
"শক-হুন-দল পাঠান মোগল", হানল ভারতে-
কত শত কঠিন আঘাত !
ত্যাগ ও ক্ষমার আদর্শকে করে সঙ্গী, কক্ষনো-
ভারত করেনি প্রতিঘাত।
ক্ষতি করছেন দেশের, অনেক অসাধু নাগরিক
আস্কারায়, কিছু লোভী নেতা !!
সংবিধান ভর করে, প্রবল প্রতিবাদে অচিরেই-
দেশ উদ্ধার করুক আমজনতা।
বিশ্বে, উন্নত দেশগুলোর প্রথম সারিতে উঠে আসুক-
আমাদের ভারতবর্ষ
কুড়ি-তেইশের প্রজাতন্ত্র দিবসের এই প্রার্থনাই আনুক-
বয়ে সর্বজনে উৎকর্ষ।
*******************************
সুব্রত ভৌমিক ২৬শে জানুয়ারি ২০২৩ কোল-৭৫
*******************************