. 'ছবি-বৌদি স্মরণে'
✍️সুব্রত ভৌমিক (বাবু)
০৮-০২-২০২৫
কোলকাতা-৭৫
যম রাজের ছোঁয়ায়...সংসার যাচ্ছে ভেসে
প্রিয় ছবি-বৌদি -
আজ রওনা হলো, সেই! না ফেরার দেশে।
হাসি ছাড়া, বলতো না কারো সাথে সে কথা
হাসি-খুশি-প্রাণ চঞ্চল,
বড়ো সঙ্গীতজ্ঞ হয়েও মাটিতে ছিল পা, সদা।
থাকতো বৌদি হায়দ্রাবাদে নিয়ে ভরা সংসার
ছিল গানের স্কুল বাসায়
গৃহ-পরিবেশ করে ছিল স্বর্গীয়! যা কাম্য সবার।
অনেক পূণ্য করেছিল তাই তো চলে গেল সহসা
সপ্তাহ দুই ছিল অসুস্থ
ছিল ভালোই, কিন্তু আজ হৃদয় বন্ধ হলো আচমকা।
তোমাকে আর কোনদিন ফিরে পাবনা, সবাই জানি
এ বিচ্ছেদ সইতেই হবে
প্রার্থনা করি থেকো সুখে, যেখানে নিয়ে গেছেন তিনি।
**********🙏*********