# 'ব্রাত্য আজ সত্য' #
   (কবিতা)

অসীম দুর্দশার মধ্যে পড়েছে সাধারণ মানুষ
হাজার-ঠকেও কিছুতেই হয়না তাদের হুঁশ !!

মিথ্যার বেসাতি তুঙ্গে !! হয় না মিথ্যা 'ব্রাত্য'
অজানার অন্ধকারে থাকে...প্রায় সব 'সত্য'।

দিনের পর দিন ধরে চলে, আইন মেনে জেরা
পায় না অপরাধী শাস্তি, হয় না জেলে-পোরা।

বিচার যেন 'বীরবলের' বিখ্যাত 'খিচুড়ি-রান্না' !!
উনুনের উঁচুতে রাখা পাত্রে, রান্না শেষ হয়না।

গুটি কয়েক পাপী-ইতর, সবার করছে সর্বনাশ
ওদের ফোঁসের ভয়ে, জনতা আতঙ্কে হাঁসফাঁস !!

সামান্য দয়া-দাক্ষিণ্যেই সন্তুষ্ট, আপামর জনতা
'মূর্খ-সাক্ষর-গুণী'...প্রায় সবাই আজ সমমনা !!

কোথায়, কোন অজানায় ভিড়বে তরী শেষে !!
থাকবে তো "মানুষ প্রজাতি" ধরায় বেঁচে বর্তে ??

হালে, যেমন হয়েছে তার ধ্বংসাত্মক হালচাল !!
বিলুপ্ত "ডাইনোসরের" মত...যেন না হয় হাল।
****************************
সুব্রত ভৌমিক  ০৬-০৭-২০২২  কোল-৭৫
****************************