.     'বৌ-এর অপারেশন'    
              ✍️সুব্রত ভৌমিক
                    ১৩-০১-২০২৫
                     (দিশা, নিউটাউন)

কাঁটা হয়ে! হসপিটালে বসে আছি
         বৌ গেছে ওপারেশনে
খুব কঠিন হার্টের অসুখে অসুস্থ সে
         কি হয় কখন কে জানে!

অপারেশন অবশ্য চোখের ছানি কাটা
          জানের-ঝুঁকি নেই বলেছে
তবুও তো সে সিঁদুরে মেঘ জীবনাকাশে!
          তাঁর শরণে সময় কাটছে।

সবে মাত্র বেডে দিয়েছে অপারেট করে
           সমস্যা নেই, হয় মনে
তবে চেক করে শেষ কথা বলবে ডাক্তার
           বসে আছি পথ চেয়ে।
  
                  --------- x ---------