. # 'বদ্-হাওয়া' #
(ছড়া)
এ যুগের হাওয়ায়, এসেছে বদল
সিধেসাদা জীবন... হালে অচল।
বর্তমানে সব গেছে উল্টে-পাল্টে
বেনিয়ম হচ্ছে নিয়ম ! এ সমাজে।
দুর্নীতিই বর্তমানে সমাজের ভিত্তি
ভবিষ্যতে ? দুর্ভোগই সবার নিয়তি।
সুপ্ত আমজনতা আর বুঝবে কবে?
বলবানের ছলনায় দেশ যে ডোবে!
বাইরে ভালো, ভেতর বেশ কালো
এরাই গণ্যমান্য ! করছেন কেলো।
পাবে সবই ! যদি ভাই থাকে টাকা
না থাকলে... সব সম্পর্কেই কাঁটা।
কোর্টে ? থাকতেই পারে বড় 'কেস'
জামিনে, আসামি থাকে তো বেশ!
জানিয়ে যেতে হবে ডাকাত ধরতে!
না হলে বেনিয়ম! এখন এই দেশে।
এ বয়স-কালে, ভাবি বসে অলিন্দে
বংশধররা রইলো, অন্ধকারাচ্ছন্নে।
স্বার্থান্ধ হয়ে! দেখেছি শুধু পরিবার
প্রতিবাদ করিনি! দেখেও অবিচার।
এই আঁধারে, দোষী ভাবি নিজেকে
বেলা-শেষে...বিপ্লব ভেবে কি হবে?
পরজন্মে... যদি জন্মাই মানুষ হয়ে
হব প্রতিবাদী ! থাকব না মুখ বুঁজে।
***********************
সুব্রত ভৌমিক ১০০৪২০২৪ কোল-৭৫
************************