.      # 'বিশ্ব নিদ্রা দিবস-২০২৪'#
                   (কবিতা)

বেড়ার ফাঁক দিয়ে রোজ, যাদের ঘরে আসে -
               ঐ চাঁদ-মামার আলো!
আর্থিক সামর্থ্য তাদের থাকতেই পারে কম
            কিন্তু, তারা ঘুমান ভালো।

হয়তোবা, বিলিয়ে দিয়েছেন অতিরিক্ত অর্থ!
               তাইতো তারা চাপ মুক্ত,
বর্তমান সমাজ, তাদের তকমা লাগাবে 'বোকা'
            কিন্তু, তারাই আসল রাজা।

ছুটছে মানুষ দিন রাত, সীমাহীন সুখের খোঁজে
              কাটাচ্ছে বিনীদ্র রজনী!
ছোট্ট এই জীবনটাকে, করে ফেলছে প্রায় নরক!
              নিজেই সে নিজের খুনি।

ভুলেছে...সুষুপ্তিই জীবনে সব সুখের চাবিকাঠি  
             ভাবছে নিজেকে খুব ওস্তাদ!
'বিশ্ব নিদ্রা দিবস'... আজ মনে করছে তাদের -
          প্রথম জীবনের 'কবি-কালিদাস'।

সুস্থ স্বাভাবিক জীবনের ডাক দিচ্ছে প্রতি বছর
                     'বিশ্ব নিদ্রা দিবস'
এক পলকের জীবনটা...সবার যেন হয় সুন্দর
                  ভালবেসে নিজ-অন্তর।

**************************
সব্রত ভৌমিক  ১৪-০৬-২০২৪  কোল-৭৫
আজ শুক্রবার.... 'বিশ্ব নিদ্রা দিবস'-২০২৪
**************************