. # 'বিশ্ব বই দিবস-২০২৪' #
(কবিতা)
সৃজনশীল ভাবনা চিন্তা যে পথ ধরে সব যায়
সে পথের নাম 'বই',
অতীত থেকে বর্তমান ছুঁয়ে তা ভবিষ্যতে ধায়।
সুখে কিম্বা দুখে, সবেতেই মস্তিষ্ক ধরে এ সরণি
সে পথে থাকে লেখা -
যুগ যুগ অবিশ্রাম ধারায় মেধার চলার কাহিনী।
এ পথ চলে পাতায় পাতায়... মমতায় জড়ানো,
প্রচ্ছেদের আড়ালে -
লেখকের 'আত্মা' পরতে পরতে থাকে মাখানো!
'পিডিএফ' পাতায় চোখ রেখে, ভরে না যে প্রাণ!
ফাঁক থেকে যায়
নেই সেখানে পাতার ছোঁয়া... নুতন বইয়ের ঘ্রাণ।
আজ তেইশে এপ্রিল, দু'হাজার চব্বিশ খ্রিষ্টাব্দ
'বই' দিবসে করি প্রার্থনা
'বই'-এর সাথে চিরকাল যেন বজায় থাকে বন্ধুত্ব।
*****************************
সুব্রত ভৌমিক ২৩-০৪-২০২৪ কোল-৭৫
*****************************