# 'বিশ্ব জল দিবস-২০২২' #
(কবিতা)
"জলের ওপর নাম জীবন"
শুনেছে সবাই জ্ঞানবধি এ কথা,
উপদেশটি অতি সত্যি ততক্ষণ
যতক্ষণ জলের থাকবে বিশুদ্ধতা।
অষুধ অতি অবশ্য এখন প্রয়োজন
সুস্থ সবল হয়ে জীবন ধারণ করতে
এর কারন, হয়নি প্রচেষ্ট যথাযথ
পরিবেশের জলকে বিশুদ্ধ রাখতে।
মানব শরীরের.....
চার ভাগের প্রায় তিন ভাগই জল
দূষিত জল পানেই দেহের এই হাল।
প্রতি বছর বাইশে মার্চ পালিত হয়
বিশ্ব জল দিবস প্রায় ত্রিশ বছর ধরে,
কুড়িবাইশ সলের 'থিম'...
"অদৃশ্য ভূগর্ভস্থ জলকে আনা দৃষ্টিগোচরে"।
ভূগর্ভের বিশুদ্ধ পানিয় জল ভান্ডার সীমিত,
অপব্যবহারে, উষ্ণায়নে দ্রুত কমছে জল ভান্ডার,
অদৃশ্য জল সম্পদ সংরক্ষণ তাই অতি জরুরী
নইলে অদূরে, বিশ্বে হবে বিশুদ্ধ জলের হাহাকার।
কথায় বলে....জীবনে সাবধানতার মার নেই
নিজে বাঁচতে আর পর প্রজন্মকে বাঁচাতে
ভূগর্ভস্থ বিশুদ্ধ জল সম্পদকে, সঞ্চিত রাখা চাই।
*******************************************
সুব্রত ভৌমিক ২২মার্চ২০২২ কোলকাতা-৭৫
(বিশ্ব জল দিবস)
******************************************