. # 'ভুখা' #
(কবিতা)
'ভুখা' শব্দ... মনে কি জাগিয়ে তোলে-
শুধুই খাই খাই ?
নাকি, 'ভুখা'-আছে বলে এখনো ধরণী
হয়নি যাচ্ছে-তাই।
'ভুখা' পেটে, প্রায় সব গরীব জনগণ -
গড়েন পৃথিবীর সম্পদ,
ওনারা আছেন, তাই ধনীর এত্তো সুখ!
কিন্তু তাদের সাথী, বিপদ।
তথাকথিত সব জনদরদী, ভরা-পেটে-
করেন বড়ই ছেঁচড়ামি
"গরু-গরীব"-এর রেশন বেচে কেনেন-
গাড়ি-বাড়ি, খুবই দামী !
জ্ঞানী-মানুষ থাকেন 'ভুখা' সর্বদা হৃদয়ে
হন, নূতন পথের স্রষ্টা
অজানাকে বশ করে আনেন আনন্দ-ধারা
তাঁরাই, নব-যুগের হোতা।
ধনী-জ্ঞানী-গরীব...থাকুন 'ভুখা' অল্প-সল্প
পেটে ও মনে-প্রাণে
'আধা-ভরা-পেট' আর 'সব-জানিনা' জানা
ভালো! বলেন বিদ্বজ্জনে।
****************************
সুব্রত ভৌমিক ১৭-১১-২০২৩ কোল-৭৫
****************************