.         শিরোনাম :     'ভাষা-আন্দোলন কড়চা'

.          কলমে :                       সুব্রত ভৌমিক
.                                         কোলকাতা-৭৫
.        তারিখ :                        ২১/২/২০২৫

****************************

অদ্ভুত! ...ভারতের পুবে আর পশ্চিমে একই দেশ
পুবেরটি ক্ষুদ্র, অপরটি কিন্তু তুলনায় বড়সড় বেশ!

খাম-খেয়ালি, বৃটিশ-রাজের ছিল হঠকারী সিদ্ধান্ত
দু'ভাগে  বিচ্ছিন্ন হয়ে, পাকিস্তানের হয়েছিল জন্ম।

ছোট্ট সেই ভাগটির তখনকার নাম...পূর্ব-পাকিস্থান
বড়ো টি পশ্চিম পাকিস্তান... ছোটোর পিতা-সমান।

ইসলাম-পন্থী পিতার ইচ্ছে, সবেতেই হোক্ উর্দু ভাষা
কিন্তু, ছোটির মুখের বুলি ছিল শুধুই... মিষ্টি 'বাংলা'।

জোর করে, ছোটোর ভাষা চেয়েছিল পিতা কাড়তে!
সন্তানের ছিল তীব্র প্রতিবাদ! অস্তিত্ব রক্ষার তাগিদে।

বহু মানুষের আত্মত্যাগে, হটে ছিল অন্যায় আবদার
পূর্বপাকিস্তানে আর হয় নি অবলুপ্তি...বাংলা ভাষার।

বহু তাজা প্রাণ-বলিদানে ভাষা পায়... রাস্ট্রীয় মর্যাদা
পীড়িত মনে এনেছে এ জয়, পরবর্তী বিদ্রোহের ইচ্ছা।

উনিশশো' বাহান্নর 'ফেব্রুয়ারি-একুশ' যেন এক অবতার!
শিখিয়েছে মাথা উঁচু করে কাড়তে ...নিজের অধিকার।

'একুশ'-এর প্রতিবাদে ছিল না শুধুই ...'ভাষা-আন্দোলন'
ছিল, শাসক-শোষক পাকিস্তানের বিরুদ্ধে গণজাগরণ।

চিরদিনের অম্লান স্মৃতি...'বাহানন্নর একুশে-ফেব্রুয়ারি',
শতশত প্রতিবাদী প্রাণ! যেন ঝকঝকে শাণিত তরবারি।

মাথা নত না করা শিখিয়েছে, মহান্ 'একুশে ফেব্রুয়ারি'
সব প্রতিকূল আবহতেই... যেন তাকে বুকে করে রাখি।

                  ----------x----------