. # ' ভাল্লাগেনা-৫' #
(ছড়া)
বিপরীত অর্থে.... রাজনীতি যেন 'পরশ-পাথর'
যাকেই ছোঁয়...সেই হয় মলিন ও অকিঞ্চিৎকর।
গণতন্ত্রের স্মৃতি রোমন্থনে... শুধুই আঙুলে কালি
প্রায় সব ইস্তাহার-প্রতিশ্রুতির আশায় কিন্তু বালি।
ভোটে-রক্ত ! যেন প্রতি বছর ভোটেরই এক অঙ্গ
ভয়হীন-হিংসাহীন-নির্বাচন...ভুলেছে পশ্চিমবঙ্গ।
কাটফাটা রোদ্দুরে ভোট প্রচারে সব নেতা নেত্রী
ভোটে জিতলেই ভোঁ-ভা ! যাবে না দেখা টিকি।
কেন মায়েদের হাতে যায়? নিঃশর্ত সরকারি অর্থ
ভোট-ব্যাঙ্ক? নাকি পায় 'উন্নয়ন-অর্থনীতি' গুরুত্ব।
বেকার শ্রমিক, দুঃখে ঘর ছেড়ে যায় দূর দূরান্তে
ভোট না দিলে, নাকি নাগরিকত্ব খোয়াতে পারে?
***************************
সুব্রত ভৌমিক ০১-০৬-২০২৪ কোল- ৭৫
****************************