.                # 'ভাল্লাগেনা-৩' #  
                         (ছড়া)

আন্তর্জাতিক পুস্তক দিবসেও নেই বইয়ের ক্রেতা,
২৩-এপ্রিল, বিশ্ব বই দিবসে কলেজ স্ট্রিট ফাঁকা।

ক্রিকেটের 'আই-পি-এল', চলছে উষ্ণতম দিনে!
হিট্-স্ট্রোকে আগের মৃত্যু... নাড়া দেয়না মনে।

দিন দিন ক্ষীণ হচ্ছে বহু নেতার ভাষায় সুরুচি
দুঃশাসনের আবহে... কুবাক্যেরেই কদর বেশি!

কোন মানসিকতায় চুরি করে স্কুলের শিশুখাদ্য!
কঠিন তম সাজা তারা কেন পায়না!...দুর্বোধ্য।

দুর্নীতির অর্থে কিনছে দুর্বৃত্ত বিদেশি দামি বন্দুক
কারা প্রশ্রয় দিতে চাইছে?... প্রশ্ন করছে নিন্দুক।

রাজনৈতিক হানাহানি, বিদ্বেষ কবে হবে নির্মূল?
নাকি চলবেই...যতদিন না বাংলা হয় বেদখল।

৩০শে এপ্রিল উষ্ণতম বঙ্গ !...শত বর্ষের হিসেবে,
২০২৪ সালে, কি যে আছে কপালে, কে জানে।

তাই বলে ভয় পেয়ে গুটিয়ে গেলে হবে সর্বনাশ!
বুদ্ধি করে পরিবার-পরিজন সহ করতে হবে বাস।

****************************
সুব্রত ভৌমিক  ০৩-০৫-২০২৪  কোল-৭৫
****************************