# 'ভগিনী নিবেদিতা স্মরণে' #
               (কবিতা)

                ✍️ সুব্রত ভৌমিক
                     ২৮-১০-২০২৪
                     কোলকাতা-৭৫

সব-ই বিলিয়ে গেছেন ভারতে
আপনাকেও রাখেন নি হাতে,
এক 'আইরিশ' মহিলা হয়েও
ধর্মান্তরিত হয়েছেন, হিন্দুত্বে!

রেখেছেন প্রভাব ভারতবর্ষের -
শিক্ষা-রাজনীতি-শিল্প-সমাজে,
তটস্থ ছিল ভারতে বৃটিশ-রাজ
স্বাধীনতা সংগ্রামে তাঁর প্রভাবে।

লোকে কটূক্তি করেছিল তাঁকে!
গড়তে বালিকা বিদ্যালয় এ দেশে,
স্ত্রী-শিক্ষায় ছিল অগ্ৰণী ভূমিকা -
স্বামীজীর আগ্ৰহে ও আদেশে।

ডাঃ আর জি কর দেখেছেন তাঁকে
রাত জেগে প্লেগ-আক্রান্ত সেবায়
দুঃস্থদের, দরিদ্র বস্তির কুঁড়ে ঘরে
'প্লেগ'-এ বিপর্যস্ত, কোলকাতায়।

ছিলেন তিনি সাহেব দস্তুর, কিন্তু -
কখনো থাকেন নি সাহেব পাড়ায়,
বাগবাজারের গলিতে ছিল বাসা
সাধারণ হয়ে মিশে যান জনতায়।

ভুলোমন বাঙালি প্রায় ভুলে গেছে
বলছি, ভগিনী নিবেদিতার কথা
তাঁর, ১৫৮-তম জন্ম দিবস আজ
রইল তাঁর শ্রীচরণে, আমার মাথা।

             .......... X.........