. 'বেকা-70 GT'
✍️সুব্রত ভৌমিক
২১-০১-২০২৫
কোল-৭৫
গত পরশু, অতি আনন্দের দিন পেরিয়ে গেল
এসে, জীবন সায়াহ্নে
এমন নির্মল আনন্দে ভেসেছি কি আর কখনো?
পড়ছে না তো মনে!
অন্য আনন্দের পেছনে ছিল কত সব 'লেন-দেন'
বাস্তবের হিসাব-নিকাশ
২০২৫-সালের বেকা-৭০ পুনর্মিলনী এক অনবদ্য!
শুধুই বদ্ধুত্বের বিকাশ।
নেই ভাষা জানানোর কৃতজ্ঞতা, সৈনিক ত্রয়ী -
ধীমান-সোমনাথ-শম্ভু কে
সামান্য অর্থ যোগান দিয়েই আমরা সবাই খালাস
ওরা খেটেছে অক্লান্ত...হাসিমুখে।
এমনই ধারা বজায় থাকুক সামনের সব GT-তে
মরতে দম তক্' সবাই কে নিয়ে '
একটি একটি করে দিন গোনা শুরু হোল আজ
চাতকের মত রইলাম পথ চেয়ে।
----------x--------