.                    # 'বড় সাহেব' #
                         (কবিতা)

.             অফিসের 'বড় সাহেব'
কেউ কেউ থাকেন 'সুটেড়-বুটেড়', খুব গম্ভীর
         অনেকে আবার ঢিলেঢালা !!
শেখাতে-ও-শিখতে...বন্ধু হয়ে যান সুগভীর।

.           'মাই ডিয়ার' সব বসেরা -
সেই অফিসের হয়ে যান চিরদিনের 'এ্যাসেট'!
          'শেখার-পরিবেশ' সৃষ্টি করে -
উৎসাহ দিয়ে, কর্মীদের কাজ করান 'পারফেক্ট'।

.           তেল 'না-পছন্দ' যে বসের
তাকেই বেশি ভালবাসে, বিশ্বাস করে সব স্টাফ,
           স্মার্ট'-কর্তা পড়েন গাড্ডায় !!
সহকর্মীরা পাশ কাটিয়ে... সবাই ছাড়েন হাঁফ।

.           যতদিন অফিস ততদিন 'বস্'
চিরদিনের জন্য নয় !! 'সর্ব-বসে' বিদিত এ সত্য,
             অবসরে তিনি যে 'ফিউজ' !!
জ্ঞান-পাপী বস...মানেন না এ কথা মৃত্যু পর্যন্ত।
      
****************************
সুব্রত ভৌমিক  ১৭০৬২০২৪  কোল-৭৫
****************************