শিরোনাম: 'বসন্ত-বিপদ'
কলমে : সুব্রত ভৌমিক
তারিখ : ১৬-০৩-২০২৫
**********************************
চৈত্রমাস শুরু হোল, দিয়ে তাপপ্রবাহ!
আজকে আমার মন তাই বড়ই অশান্ত,
দিন-দিন দেখছি গ্ৰীষ্মের করাল গ্ৰাসে --
দ্রুত বিলীন হয়ে যাচ্ছে ! সাধের বসন্ত।
প্রতি বছর ! কমে কমে যাচ্ছে তার আয়ু
পাল্টাবে নাকি শেষে ? ধরার জল-বায়ু।
রুক্ষ-শুষ্ক শীতের মরুপথ পেরিয়ে আসে -
প্রকৃতির যৌবন... রঙ্গিন ঋতুরাজ বসন্ত,
শ্যামল-বাহারি-বনানী দেয় মিলনের ডাক
প্রানের স্পন্দনে জেগে ওঠে...দিগ-দিগন্ত।
কাল-প্রবাহে হারিয়ে যাবে নাকি ঋতুপতি ?
রুক্ষ শীতের পরই শুরু হবে গ্ৰীষ্মের দহন!
ঋতুর কবিতায়, থাকবে না রংয়ের ছোঁয়া !
ভাবতে ভাবতে খুব বিমর্ষ হয়ে যাচ্ছে মন।
আবহাওযা, পরিবেশ, হয়ে যাচ্ছে উষ্ণতর
সবার...আরো-আরো সুখ-চাহিদা কারণে,
অস্তিত্বের সংকটে আজ সমস্ত অমূল্য প্রাণ !
সবাই দিশেহারা... কি যে হবে ? কে জানে।
ফিরে এসো প্রিয়-বসন্ত ! কোরো না অভিমান,
তুমি চলে গেলে ? বিবর্ণ হয়ে বিলুপ্ত হবে প্রাণ !
সময় থাকতে থাকতে, সুবুদ্ধি ফিরুক সমাজে
ধ্বংস হতে বাঁচুক জীবন ! প্রকৃতি-কে ফিরিয়ে।
*******X*******