.                # 'বর্ষ বিদায়' #
                       (ছড়া)    

আরো এক উদ্ভাসহীন বছর আজ যাচ্ছে চলে
পাওয়ার হিসাব কষতে! লাগছে গোলমেলে।

সারা বছর শুনেছি, উন্নয়নের রকেটসম গতি
পড়েনা চোখে তেমনটি...বাদ দিয়ে রাজনীতি।

চলেছে দেশে, সেই ট্রাডিশন বংশ পরম্পরায়
অযোগ্য বংশধর, জুড়ে বসেছে সব ক্ষমতায়।

বছরভর দুর্নীতি থেকেছে শীর্ষে, যেন দেশের ভিত্তি
বুঝেছে দেশবাসী, ভবিষ্যতে দুর্ভোগই সবার নিয়তি।

বিষন্নতার মাঝে আনন্দ বলতে  .....
শুধু ছিল মহাকাশ বিজ্ঞানে চাঁদমামা জয়ের সাফল্য
আর পাতাল থেকে উদ্ধারে দেশীয় দক্ষতার উৎকর্ষ।

নূতন বছর দু'হাজার চব্বিশকে আশা নিয়ে করি বরণ
অলৌকিক শক্তি জুগিয়ে ছিন্ন করুক, যত সব অশোভন।

***************************************
সুব্রত ভৌমিক  ৩১-১২-২০২৩  কোল-৭৫
****************************************