. # 'বাঁকা কথা'
(ছড়া)
**************ষ***************
নিখুঁত হলে বোঝাপড়া
সব উন্নতিই বাঁধাধরা।
অন্যায়ে নেই-ই বিচার
মনেহয় সব ছারখার।
চেয়ার নিয়ে কাড়াকাড়ি
ভবিষ্যৎ খাচ্ছে গড়াগড়ি।
লোভ ও সাথে 'ইগো'
ধ্বংস করবে এ বিশ্ব।
সব শিক্ষিত শয়তান
তৈরি করে জাহান্নাম।
বিনাশে হয় বুদ্ধিনাশ
চোখে পড়েনা সন্ত্রাস।
চার ধারে নোনা জল
মুস্কিল আনা মনোবল।
'ফাইন' শুধু একতরফা
প্রতিষ্ঠানে নেই ভরসা।
সবই আধা, সবই মেকি
মনের মানুষ, কৈ দেখি!
মানবে নেই মানবতা
সবেতেই শুধু ক্রূরতা।
জীবনটা ভিডিও গেম
কাটাও শুধুই প্রবলেম।
একলা বসে বিষন্ন ভাবনা
বড়ই দুঃসহ সেই যন্ত্রণা।
দরিদ্র থাক্ নারায়ণ!
তবেই হবে পূণ্যার্জন।
**************************************
সুব্রত ভৌমিক ২৭০৪২০২৩ কোল-৭৫
**************************************