. # 'বন্ধু হে আমার' #
(কবিতা)
জন্মদিনে আজ ভেসে গেছি সবার শুভেচ্ছায়
সবাইকে অশেষ ধন্যবাদ
এমনি বন্ধু পেতে ! ধরায় বারেবারে আসা যায়।
SMWA, চায়ের বাগান আর BECCA-র বন্ধুরা
ভালো থেকো সপরিবারে
বন্ধু-ভাগ্যের জন্য, অন্য জনে খুব হিংসে করে!
নিজেকে আজ মনে হয়, সত্যি সত্যি মহা ভাগ্যবান,
অবসরকালীন সময়-
আশীর্বাদ হয়ে যে বর্ষিত হবে! আগে দেয়নি জানান।
অন্তরে অন্তরে আজ অনুভব করছি...আনন্দ অনন্ত!
ফুরিয়ে যায়নি অস্তিত্ব
আশেপাশের সমমনা বন্ধুরা সব দেয় কিছুটা গুরুত্ব।
*******************************
সুব্রত ভৌমিক ২৮-০১-২০২৩ কোলকাতা-৭৫
*******************************