. # 'বন্ধু অলোক' #
(কবিতা)
কলেজ বন্ধু, অলোক বোস খুবই অমায়িক
প্রতিভাধরও বটে
তবে এত বড় মাপের নাট্যকার ও সাহিত্যিক
জানা ছিলনা মোটে।
জানি... পড়াশুনার সাথে দাবা খেলায় ছিল
নিবেদিত এক প্রাণ
বাংলাদেশের কাজে গিয়ে কি এমন ঘটলো?
জানতে প্রাণ করে আনচান।
নাকি, লুকিয়ে রেখেছিল এই বিরল প্রতিভা
যা প্রতিভাবানই পারে
এক আধারে বড় ইন্জিনিয়ার ও সাহিত্যেক
খুবই কম চোখে পড়ে।
চালিয়ে যাও লেখা জোর কদমে, ডাইনে-বাঁয়ে
'বেকা' আছে তোমার সাথে,
'পোস্টার' দেখিয়ে বুক ফুলিয়ে গর্বে বলবে সবে
'অলোক বোস', তাকে চেনে।
***************************
সুব্রত ভৌমিক ২৪-০৪-২০২৪ কোল-৭৫
***************************