# 'বনভোজনে SMWA' #
(কবিতা)
কুড়ি-একুশ সালের বছর শেষে
মধ্যমগ্রামের 'বাদু'-তে বনভোজন...
অতিমারির ভয় জয় করে হাজির
'SMWA'-র সদস্য, প্রায় ষাট জন !!
এ পিকনিকে হয়নি শুধুই খাওয়া-দাওয়া !!
গানে-গানে, খেলে-ধূলে, হাসি-ঠাট্টায়
যেন মূহুর্তে সবার কেটে গেল, সারা বেলা।
সব...বরিষ্ট, মাঝ বয়সী ও কিছু কচিকাঁচা
প্রাকৃতির নির্মল পরিবেশে
সবাই একাত্ম...মুক্ত হয়ে ক্লান্তিকর গৃহখাঁচা।
স্থামীরা পেল হারানো যৌবন উন্মাদনা
উদোম নৃত্যে ভুল্ল সাংসারিক যন্ত্রণা,
একদিনের হেঁসেল মুক্তিতে--
গেহিনী সবাই হল আহ্লাদে আটখানা।
ধন্যবাদ সুষ্ঠ পরিচালক সব বন্ধুরা,
যেন চিরকাল এমনি আনন্দধারা
মিলেমিশে বজায় রাখতে পারি আমরা।
**********************************
SMWA... Santoshpur Morning
Walkers Association.
**********************************
সুব্রত ভৌমিক ২৭১২২০২১ কোল-৭৫
**********************************