.        # 'বলাকা' #
           (কবিতা)

বর্ণালী সন্ধ্যায় শূন্যে সুশৃঙ্খল
ঝাঁকে ঝাঁকে বলাকার বিচরণ
মনে দোলা দিয়ে যায় সর্বক্ষণ
সুন্দর বাঁধন হীন, মুক্ত জীবন।

উড়ু উড়ু করে সদাই, সব যৌবন
নানা রঙিন স্বপ্নে বিভোর যখন,
রুঢ় বাস্তবের নিম্নগামী অভিরুচি
পাল্টেছে সে প্রেমের বাতাবরণ।

দূরের বলাকাদের মনে হয় সুখী,
কিন্তু আমরা কতদূর খবর রাখি?
ভুগছে ওরা আজ মানুষের দোষে
কমছে জলাশয়, ধরা উষ্ণ-গ্রাসে।

'নির্জনের কবি'-র দেখা 'বুনো হাঁস'
ভবিষ্যৎ আনুক তাদেরকে ফিরিয়ে,
অন্তর...প্রেম-জোৎস্নায় উঠুক ভরে,
পড়ুক মন, ফের পল্লী বালার প্রেমে।

নিসর্গ আবার হোক নির্মল... সুন্দর
প্রেমিক-প্রেমিকা সব 'উডুক উডুক'-
বাধাহীন, আনন্দময় ঐ মহাসাগরে
প্রায় নষ্ট সমাজ এড়িয়ে, পাক সুখ।

**********************
সুব্রত ভৌমিক ০৩০৬২০২৪ কোল-৭৫
**********************