# 'অস্তিত্ব-সংকট' #
(ছড়া)
রোজ রোজ 'ঝড়-বৃষ্টি-ভাইরাস' !!
মানব অস্তিত্বে, উঠেছে নাভিশ্বাস।
সর্বত্র...ডাইনে-বাঁয়ে-উপর-নীচ !!
নিজের ধংসের এরা পুঁতছে বীজ।
বিষাক্ত...কালো ধোঁয়ায় বাতাস ভরা !!
প্রাণীর কলজে দিনদিন হচ্ছে দমহারা।
মেরু অঞ্চলে, উষ্ণতা ছেড়েছে উর্ধ্বসীমা !!
শৈল-শিখর হারাচ্ছে তুষার-মুকুট গরিমা।
সাইক্লোন বাজাচ্ছে রোজ ধ্বংসের দামামা
স্ফীত সাগরের ঢেউ ভাসাচ্ছে !! করে বন্যা।
নিজেকে ভাবে ঈশ্বরের মত সর্ব-শক্তিমান !!
"ভাইরাস" করেছে সব অহংকার...খান্ খান্।
যখন আসে হটাৎ ভয়ংকর ভূমিকম্প !!
তাঁর কাছে সব ক্ষমা প্রার্থী, ভয়ে চোখ বন্ধ।
হেমন্ত কাল হারিয়ে গেছে, প্রতি দিন বৃষ্টি !!
কালে কালে এ কি হচ্ছে !! যত অনাসৃষ্টি।
বুঝেও মানুষ বোঝার চেষ্টাই করে না
বিধাতা আর এদের ভালোবাসেন না।
*********************************************
সুব্রত ভৌমিক ১৪০৬২০২০ ১০১২২০২১ কোল-৭৫
*********************************************