.
. # * 'আপ্লুত' #
(কবিতা)
উপছিয়ে পড়ছে আমাদের আনন্দের ঘড়া!
চতুর্দিকের অভিনন্দনে
ভেসে যাচ্ছি, ভালোবাসায় আমি আর বউ
ছেচল্লিশতম বিয়ের দিনে।
জানাই, অশেষ ভালোবাসা আর কৃতজ্ঞতা
সবাইকে অন্তর থেকে
অফুরন্ত শুভ কামনা পাওয়া ভাগ্যের কথা!
জীবনের শেষ প্রান্তে এসে।
পঁয়তাল্লিশ বছর আগে, মুক্ত এ বনের পাখি-
পরেছে শৃঙ্খল সেধে!
ঢেউয়ের মত...সুখে-উঠেছি ও দুঃখে-পড়েছি
টিকেছি তাঁর আশীর্বাদে।
ভালো কাটুক সবার যুগ যুগ তাঁর হাত ধরে
সবান্ধব ও সপরিবারে
এমনি আনন্দ নিয়ে, যেন যেতে পারি ফিরে-
চির-আনন্দ-সাগরে।
***************************
সুব্রত ভৌমিক ১৪-১২-২০২৩ কোল-৭৫
***************************