. # 'অনৈতিকতা' #
(কবিতা)
নিজেকে ঘিরে চলে অনৈতিক প্রয়াস
অতিশয় উন্নতি সাধন
লোভের 'লিমিট' জানা নেই নেতাদের
ঘরে টাকা পাহাড় প্রমাণ!
লুটেপুটে খাবে সব পরিবার পরিজন
চোদ্দ পুরুষ ধরে
দেশের সরকার, যেন ঠুঁটো জগন্নাথ
নেতারা দেন রগড়ে!
এখন, এ এক আজব প্রদেশ ভারতবর্ষে
বাংলার কথা বলছি
সোনার ছেলেরা পাশ করে বসে ধর্নায়
মূর্খরা করে 'টিচারি' !
অতীতের সেই সোনার বাংলা আজ
দিচ্ছে ধূলোয় গড়াগড়ি
কর্মসূত্রে প্রবাসে অসংখ্য বাঙ্গালীদের
দেয় লোকে টিটকারি!
তবুও বাংলার কেন ফেরে না চেতনা ?
দোষী পায়না শাস্তি
আর কতদিন ধরে চলবে এই প্রহসন
পাবেনা জনতা স্বস্তি?
*************************
সুব্রত ভৌমিক ১১-০৯-২০২২ কোল-৭৫
*************************