.   # 'আমার স্কুল-কলেজ'#
           (কবিতা)
            
মাঝে মাঝে দুখি মনটা আমার
জানিনা, কেন যেন ছটফট করে
বিনীদ্র...গভীর রজনীতে যখন
অতীত কে দেখি, পেছন ফিরে।

পিছিয়ে থাকা মফঃস্বল শহরে -
স্কুল আমার অবশ্যই রাজকীয়,
শিক্ষিত করে গড়ে তুলে ছিলো
অনেক ভালো কলেজের যোগ্য।

বলছি... জেলা কুচবিহারের কথা
রাজার শহরের তখন বেহাল দশা!
'জেনকিন্স স্কুল' এখনো বিদ্যমান
যে ভবন আমার কাছে... ভগবান।

শিবপুর বি ই কলেজ দিয়েছে ঢেলে
অস্বীকার করার নেই কোন জায়গা,
কিন্তু, জীবন নিয়ে ভাবতে বসি যখন
সর্বাগ্রে মনে পড়ে যায় স্কুলের কথা।

"স্কুল" নিয়ে এখনো আমার গর্ব বেশি
অনেক অনেক স্বপ্নে ছিলাম ভরপুর!
আবাসিক কলেজের মুক্ত পরিবেশে
অনেকটাই তলিয়ে...কেটে ছিল সুর।

ভালো ছেলেরা হোতো কেন 'CNR' ?
দায় কিছুটা কি ছিল না অব্যবস্থার?
ছাত্ররা কিশোর-যৌবন সন্ধিক্ষণে
কেন 'ছাড়া-গরু' হোস্টেল জীবনে?
পাঁচ বন্ধু ভর্তি হয়েছিলাম কলেজে
দু'জন CNR হয়ে ছাড়ে, মাঝপথে।

শেষে বলি..."বি ই কলেজ জিন্দাবাদ"
ক্ষমিও...রূঢ় কথা যদি করে আঘাত।
সাফল্যে, 'কলেজ-নলেজ' ছিল পাশে
সার্থক পড়া আমার পড়ে এই কলেজে।

************************
সুব্রত ভৌমিক  ১৯০৪২০২৪ কোল-৭৫
************************