# 'অল্প' #
(কবিতা)
অল্পতেই জীবনে বেশী সুখ
অতিরিক্ততে বোধহয় নয় !!
অল্প মশলায় হয় সুস্বাদু খানা
বেশী মশলায় রান্না ভেস্তে যায়।
কথায় আছে...ছোট থাকতে-
সব কিছুই থাকে অতি সুন্দর,
খুব বেশী বডসড় হয়ে গেলে
মানুষ ভুলে যায়, আপন-পর।
ভোগ-বিলাসের নেই উর্ধ্ব সীমা
শেষে...পথ হারায় সব পথিক,
ত্যাগের পথে, তল পাওয়া যায়
শান্তি আসে, উন্নতি হয় সার্বিক।
***********************
সুব্রত ভৌমিক ১২-০২-'২২ কোল-৭৫
***********************